Agaminews
Dr. Neem Hakim

চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৫


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ১০:৪৭ এএম
চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৫

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩১ জন এবং মারা গেছেন ২ জন। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের  করোনা পজেটিভ এসেছে। আক্রান্তরা সদর, জীবননগর ও দামুড়হুদা উপজেলার বাসিন্দা। তারা হোম ও  প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়াই সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’

আগামীনিউজ/জেএস

Dr. Neem