Agaminews
Dr. Neem Hakim

বগুড়ায় আরডিএ মহাপরিচালক করোনায় আক্রান্ত


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২০, ০৫:১৫ পিএম
বগুড়ায় আরডিএ মহাপরিচালক করোনায় আক্রান্ত

মো. আমিনুল ইসলাম

বগুড়ার শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল থেকে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৪ জুন) দুপুরে মহাপরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সোমবার বগুড়ার টিএমএসএস মেডিকেলে নমুনা দিয়ে মঙ্গলবার তার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।

তিনি বলেন, ‘আমার জ্বর নেই, একটু ঠান্ডা লেগেছিল। ঠান্ডার সমস্যাটা আমার ছোটবেলা থেকেই। সঙ্গে হালকা কাশি ছিল, কাশিটা যাচ্ছিল না বলে পরীক্ষা করাই।’ সংক্রমণ ধরা পড়ার পর থেকে আরডিএ-তে নিজের বাংলোতেই আইসোলেশনে আছেন বলে জানান আমিনুল ইসলাম।

আরডিএ মহাপরিচালক বলেন, ‘এখানে স্বাস্থ্যবিধি মেনেই অফিসিয়াল অনেক কাজ চলে। গ্লাভস ও মাস্ক পরেই তো সব ফাইলে সই করেছি। এর মধ্যে সিটি স্ক্যান করাতে হাসপাতালে যেতে হয়েছিল। কীভাবে যে হলো বুঝতে পারছি না।’

স্ত্রী ও দুই ছেলে রাজশাহী থাকেন জানিয়ে আমিনুল বলেন, ‘যেহেতু মাঝে মধ্যে তাদের কাছে গিয়েছি, তাই তাদেরও করোনা পরীক্ষা করানো হবে।’

আগামীনিউজ/নাহিদ/জেএফএস

Dr. Neem