Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

দুই সন্তানের জননীকে রেখে শ্যালীকাকে নিয়ে উধাও দুলাভাই


আগামী নিউজ | জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২০, ০৯:০১ পিএম
দুই সন্তানের জননীকে রেখে শ্যালীকাকে নিয়ে উধাও দুলাভাই

ছবি সংগৃহীত

জয়পুরহাট: জেলার পাঁচবিবিতে স্ত্রীর আপন ছোটবোন ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্যালীকাকে নিয়ে উধাও হয়েছে দুলাভাই। এ ঘটনায় মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

গত বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে উপজেলার কাশিয়া চাপর গ্রামে এ ঘটনা ঘটে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পাঁচবিবি উপজেলার কাশিয়া চাপর গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে হেলাল মোল্লার সাথে একই এলাকার আমছের আলীর মেয়ে শামীমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দুটি সন্তানও আছে। শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সুবাদে শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হেলাল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোর রাতে দুলাভাই শ্যালিকাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/ডিটি/এমআর

Dr. Neem