Agaminews
Dr. Neem Hakim

খাগড়াছড়িতে আরও ৫ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৮:৩৪ এএম
খাগড়াছড়িতে আরও ৫ জনের করোনা শনাক্ত


খাগড়াছড়িতে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলার সাতটি উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

শুক্রবার (২২ মে) রাত ১২টার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে করোনায় আক্রান্ত পাঁচজনের একজন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খায়রুল আলম জানান, আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহে অফিসের কাজে ঢাকায় গিয়েছিলেন। তিনদিন ঢাকায় অবস্থান করে ফেরার পর তার মধ্যে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে মানিকছড়ির একজন, খাগড়াছড়ি সদরের একজন ও দীঘিনালার দুইজন রয়েছেন। খাগড়াছড়িতে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমা ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আগামীনিউজ/তামিম

Dr. Neem