Agaminews
Dr. Neem

নারায়নগঞ্জে হোম কোয়ারেন্টনে ২৩৬ জন


আগামী নিউজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৪:২৮ পিএম
নারায়নগঞ্জে হোম কোয়ারেন্টনে ২৩৬ জন

প্রাণঘাতী করোনার প্রভাব নারায়ণগঞ্জেও পড়েছে। ভাইরাস থেকে বাঁচতে ৪৯ জন হোম কোয়ারেন্টনে রয়েছে। এ নিয়ে নারায়রগঞ্জে সর্বমোট ২৩৬জন হোম কোয়ারেন্টনে আছে। এর মধ্যে তিনজন আছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টে এবং বাকিরা আছেন হোম কোয়ারেন্টাইনে। এদিকে বৃহস্পতিবার ১৪জন হোম কোয়ারেন্টন থেকে ছাড়া পেয়েছে।

 সরকার কর্র্তৃক ঘোষিত ১০দিনের সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে জেলার সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহ। লোক জনসমাগম ঠেকাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী।

আজ সকালে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সিটি করপোরেশনের ও ফায়ার সার্ভিস কর্মীদের সড়কে জীবানুনাশক স্প্রে করতে দেখা গেছে। জনসচেতনায় মাইকিং করছে জেলা প্রশাসন।

এছাড়াও বিভিন্ন স্বেচ্ছা সেবী সংঘঠন এবং ব্যাক্তি পর্যায়ে অনেকেই হ্যান্ড সেনিটাইজার এবং হ্যান্ড গ্লাবস বিতরন করছে।


আগামী নিউজ/ তামিম 

Dr. Neem