Dr. Neem on Daraz
Victory Day

চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত


আগামী নিউজ | পাবনা জেলা, প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৮:৩৫ পিএম
চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

পাবনাঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পাবনার চাটমোহর  ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাতটায় প্রথমে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াররা। 

পরে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে হরিপুর পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেন ৪৪ জন প্রতিযোগি। তাদের মধ্যে প্রথম দশজন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন, নাহিদ, সজিব, সিহাব, অন্তর, রাকিব, শুভ, রাজুু কুন্ডু, সালমান, সিয়াম ও শাওন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, ফজলুল হক কালু, মেহেদী হাসান হিমু, হাবিব, সাগর ও সিমান্ত।

চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, এ নিয়ে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভাষা শহীদদের স্মরণে চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াড়দেরকে নিয়ে একুশে ফেব্রুয়ারিতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি।


এসআর/এম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে