 
                            
                                                রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। নিহতদের মেজভাইয়ের বিয়ে বৃহস্পতিবার এবং ছোটভাইয়ের বিয়ে শুক্রবার। দুই ভায়ের বিয়েতে যোগ দিতে তারা মোটরসাইকেল নিয়ে আসছিল। পথে ঘাতক ট্রাক দুই ভায়ের প্রাণ কেড়ে নেয়।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআইসি/
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)