Dr. Neem on Daraz
Victory Day

বেনাপোলে ৭০০ বোতল ফেনসিডিল ও নগদ অর্থসহ গ্রেফতার ২


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৪:৪৬ পিএম
বেনাপোলে ৭০০ বোতল ফেনসিডিল ও নগদ অর্থসহ গ্রেফতার ২

ছবি: আগামী নিউজ

যশোরঃ যশোর র‌্যাব-৬ এর সদস্যরা বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিল ও নগদ ২৯ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে যশোর র‌্যাব-৬ এর দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার বিকেলে বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক ব্যক্তির আম বাগানের সীমান্ত ঘেষা ইছামতি নদীর ধারে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন (২৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২১) কে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, যশোর র‌্যাব-৬ এর নিয়মিত টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের একটি আম বাগান এলাকার অভিযান চালিয়ে নয়ন হোসেন ও বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।। এ সময় তাদের কাছ থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার উদ্ধার করা হয়। যশোর র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

মনির হোসেন/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে