Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুর-১ আসনে এমপি নির্বাচিত আব্দুর রহমান


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৯:৫৮ এএম
ফরিদপুর-১ আসনে এমপি নির্বাচিত  আব্দুর রহমান

ফাইল ছবি

ফরিদপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার অনুষ্ঠিত  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে নৌকা প্রতীক নিয়ে বেসরকারী ফলাফলের ভিত্তিতে তিনি নির্বাচিত হন।

এ আসনের ১৯৬ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন।  ২ লাখ ৩৭ হাজার ৫১৫জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৪৮২ টি ভোট বাতিল করা হয়। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৬৯ শতাংশ।

এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৪৬৫ ভোট  , বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) দলের মো. নুরু ইসলাম সিকদার একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট  , জাতীয় পার্টির আক্তারুজ্জামান খান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৮৯ ভোট।

রবিবার রাত ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।

এর আগে তিনটি উপজেলার ১৯৬টি কেন্দ্রে বোয়ালমারীতে ৫৩.৫৫, মধুখালীতে ৪৩.১৭ ও আলফাডাঙ্গায় ৫৩.২৮ শতাংশ যথাক্রমে ভোট পড়েছে বলে স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাম্মী/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে