Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় সংসদ নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ১০:২০ পিএম
খোকসায় সংসদ নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়াঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত নির্বাচন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিনব্যাপী প্রশিক্ষণের সকাল ৯ টার সময় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা নির্বাচনী কর্মকর্তা মো: আবু আনসার,

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহিদুল ইসলাম, 

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ ও খোকসা উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো: মিজানুর রহমান। 

দিনব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণ অনুষ্ঠানে খোকসা উপজেলার  ২৭৭ টি বুথ ও কেন্দ্র ৫০ টির জন্য ৫৫ জন প্রিজাইডিং অফিসার, সহকারি পিজাটিং অফিসার ৩০৬ জন ও পোলিং অফিসার ৬১০ জন মোট ৯৭১ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

খোকসা সরকারি কলেজের হলরুম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ একাডেমি ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনকে শান্তিপূর্ণভাবে গ্রহণ করানোর জন্য সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

হুমায়ুন কবির/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে