-20231229105044.jpg) 
                            
                                                রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেছেন, ভোট গ্রহণ হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাস যোগ্য।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে পাংশায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
তিনি ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,এ নির্বাচনে আপনাদের ভূমিকা অনেক বেশী আপনারা কেন্দ্রের সকল ক্ষমতার অধিকারী আপনারা চাইলে সকল সরকারি সংস্থা আমনাদের সহায়তা করতে বাধ্য থাকবে। প্রয়োজন অনুভব করলেই আইন শৃংঘলা বাহিনীর সহায়তা নিবেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ি জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, রাজবাড়ি জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ।
উল্লেখ্য,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত হয়।
মিঠুন গোস্বামী/এমআইসি
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)