Dr. Neem on Daraz
Victory Day

আমরা এত উদাসীন কেন?


আগামী নিউজ | তারানা হালিম প্রকাশিত: মে ২৩, ২০২০, ১০:১২ এএম
আমরা এত উদাসীন কেন?

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম। 

শুক্রবার (২২ মে) রাতে তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ক্ষোভ জানান।

পাঠকের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: 

আমরা এত উদাসীন কেন? মরলে মরুক-ধরণের উদাসীনতা। কিন্তু এক একটি জীবন মানে একটি সংখ্যা নয়। একটি পরিবার, কোন পিতা মাতার সন্তান। এভাবে মানুষ সংখ্যা হয়ে যাবে!! এত প্রণোদনার পরও লকডাউন শিথিল কেন? পোশাক কারখানায় social distancing মানা হচ্ছে না কেন? মার্কেট- এ মানুষের ঢল কেন? ভাইরাসের গতি যখন উর্ধ্বমুখী থাকে তখন লকডাউন শিথিল এর পরিনাম দেখছে আমেরিকা। এই ভুল আমরা কেন করবো !! Australia, Newzealand, Kerala – থেকে শেখা দরকার ছিল। অনেক সাংবাদিক,চিকিৎসক,পুলিশ ও সেনা’সদস্য করোনা আক্রান্ত, অনেক মানুষ Corona positive হচ্ছে প্রতিদিন -যারা না পরীক্ষা করাচ্ছে, না করাবার সুযোগ পাচ্ছে? অথচ ভাইরাসটি ছড়াচ্ছে প্রতিদিন নিজের অজান্তেই। জীবন বাঁচাতে-কঠিন হতে হলে, হতে হবে। আমি বুঝছি না- এখন কি ছুটি চলছে, না লকডাউন? আমরা কি মৃত্যু গুলো খুব সহজভাবে মেনে নিচ্ছি? ভাবছি- সড়ক দুর্ঘটনার মত করোনা’ও মানুষকে সংখ্যা বানিয়ে দিলে দিক। যখন একটু শ্বাস নেবার জন্য ছটফট করে মানুষ তখন একটু oxygen- কত মূল্যবান! সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় -এর সমান। ছোটবেলায় পড়েছিলাম- ভুলিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে