Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা যুবক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ১১:২১ এএম
বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা যুবক

প্রতীকী ছবি

ঢাকাঃ লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরখা পরেছিলেন এক যুবক। বোরখা পরে রাস্তায় বেরোতেই বিপাকে পড়লেন তিনি। শেষে পুলিশের হাতে গ্রেফতার হতে হল ওই যুবককে। উত্তরপ্রদেশের সিধৌলি থানার অন্তর্গত মেহমাদপুর গ্রামের ঘটনা।

জানা যায়, সইফ আলি নামে বছর পঁচিশের ওই যুবক সম্প্রতি চাকরি পেয়েছেন। কর্মস্থল তার বাড়ি থেকে দূরে। সেখানে যাওয়ার আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু এলাকায় পরিচিত হওয়ায় সকলে যাতে তাঁকে চিনতে না পারেন সে কারণেই বোরখা পরেন সইফ।

গ্রামে বোরখা পরা সইফকে দেখে অনেকের সন্দেহ হয়। কয়েক জন গ্রামবাসী সইফকে মুখ দেখাতে বলেন। এমন সময়ই তারা বুঝতে পারেন যে, আদতে এক যুবক এই বোরখা পরে রয়েছেন। পুলিশে খবর দেন গ্রামবাসীরা। এর পরই তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সঞ্জীব বাজপেয়ী জানিয়েছেন, ওই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে