Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচনে দাঁড়িয়েছেন ৯৪ বার, লক্ষ্য সেঞ্চুরির!


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১১:৪৪ এএম
নির্বাচনে দাঁড়িয়েছেন ৯৪ বার, লক্ষ্য সেঞ্চুরির!

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ৭৫ বছর বয়সি বৃদ্ধ হনসুরাম আম্বেদকরী। পেশায় ছিলেন জেলা প্রশাসনের আমিন। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগরা জেলার ফতেহপুর সিক্রি এলাকার বাসিন্দা। কিন্তু চাকরি ছেড়েছিলেন নির্বাচনে দাঁড়াবেন বলে। কিন্তু তৎকালীন শাসক দল তাকে প্রতিশ্রুতি অনুযায়ী মনোনয়ন দেয়নি। সে সময় এক ভোটও পাবেন না বলে তাকে নিয়ে উপহাস করা হয়। এরপর থেকে তিনি ৯৩ বার নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ৯৪তম বার আগরা গ্রামীণ ও খেড়াগড় নির্বাচনী কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন হনসুরাম।

হনসুরাম বর্তমানে পেশায় একজন কৃষক। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ১৯৮৫ সালের ওই ঘটনার পরেই তিনি সিদ্ধান্ত নেন, প্রতিবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত সব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানোর। ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন। তার লক্ষ্য, জীবনের ১০০তম নির্বাচন লড়ার।

হার-জিত নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না হনসুরাম।

প্রসঙ্গত, একবার ভারতের রাষ্ট্রপতি পদের জন্যও নিজের নাম জমার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তা অবশ্য শেষ পর্যন্ত সম্ভব হয়নিল। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে