Dr. Neem on Daraz
Victory Day

আমি মুসলিম, সবসময় সৌদি আরবে থাকতে চেয়েছি: বেনজেমা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১২:১৮ পিএম
আমি মুসলিম, সবসময় সৌদি আরবে থাকতে চেয়েছি: বেনজেমা

ঢাকাঃ সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করেছেন করিম বেনজেমা। মোটা অঙ্কের অর্থে তিন বছর সৌদি প্রো লিগে খেলার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। ইউরোপের ফুটবল, জীবন ছেড়ে সৌদি আসার বিষয়ে ফ্রান্স স্ট্রাইকার জানিয়েছেন, আগে থেকেই তার মুসলিম দেশ সৌদিতে থাকার ইচ্ছে ছিল। 

রাষ্ট্রীয় সম্মানে সৌদি লিগে বেনজেমাকে অভ্যর্থনা জানানো হয়েছে। নতুন চ্যালেঞ্জের বিষয়ে বেনজেমা জানিয়েছেন, অর্থের চেয়ে নীতিগত বিষয় তাকে সৌদি লিগকে বেছে নিতে সহায়তা করেছে, ‘আমি মুসলিম। এটা একটি মুসলিম দেশ। সব সময় আমার এখানে থাকার ইচ্ছে ছিল। এর আগেও আমি সৌদি এসেছি এবং আমার বেশ ভালো লেগেছে।’ 

সৌদি ক্লাবে যোগ দিতে চাচ্ছেন জানানোর পর বেনজেমার পরিবারও উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মুসলিম দেশ, আমার প্রিয় এবং সুন্দর দেশ। যখন সৌদি আসার বিষয়ে পরিবারকে জানায়, তারা খুশি হয়েছিল এবং আমিও যেখানে আসতে চেয়েছিলাম সেখানেই আছি।’ 

রিয়াল মাদ্রিদে অসাধারণ অধ্যায় রচনার পরে বেনজেমা সৌদি প্রো লিগেও তার ফুটবল দক্ষতার স্বাক্ষর রাখতে চান বলেও উল্লেখ করেছেন, ‘আমার ফুটবল (দক্ষতা) নতুন ক্লাবে আনার চেষ্টা করবো। সবকিছুর বাইরে শিরোপা জেতার চেষ্টা করবো। আমি স্বাক্ষর রেখে যাওয়ার চেষ্টা করবো। কারণ আমি ফুটবল ভালোবাসি। সামর্থ্যকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার ওই লড়াকু মনোভাব আমার আছে।’

উল্লেখ্য, সৌদি প্রো লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। আর সে ক্লাবেই পাড়ি জমিয়েছেন বেনজেমা যা দেশটির ফুটবলে যোগ করেছে নতুন মাত্রা। আবার, সামনের মৌসুম থেকে লিগে দুই সাবেক সতীর্থ রোনালদো-বেনজেমার দ্বৈরথও দেখা যাবে। সব মিলিয়ে সৌদি ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।  

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে