Dr. Neem on Daraz
Victory Day

আইপিএল ফাইনাল: চেন্নাইয়ের পঞ্চম নাকি গুজরাটের দ্বিতীয়?


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৪:১৭ পিএম
আইপিএল ফাইনাল: চেন্নাইয়ের পঞ্চম নাকি গুজরাটের দ্বিতীয়?

ঢাকাঃ চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইপিএলের এবারের আসর। কাকতালীয়ভাবে একই ম্যাচ দিয়ে পর্দা নামছে ১৬তম আইপিএলের। আজ (রবিবার) ২৮ মে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনাল ঘিরে সমর্থকদের উন্মাদনার কমতি নেই। হার্দিক পান্ডিয়ার দলের টানা দ্বিতীয় শিরোপা নাকি চেন্নাই সুপার কিংসের পঞ্চম, এই আলোচনার সমাধান আজ রাতেই মিলবে। 

এসব বিশ্লেষণের মাঝে দুই দল ব্যস্ত তাদের সেরা একাদশ সাজাতে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে উঠে চেন্নাই সুপার কিংস। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই এবার উড়ছে। তাদের সবচেয়ে দামী ক্রিকেটার বেন স্টোকস পুরো আসর জুড়ে দলের সঙ্গে না থাকলেও তেমন কোনো প্রভাব পড়েনি।

ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটিতে বরাবরের মতোই দারুণ সূচনা পাচ্ছে সুপার কিংস। মিডেল ওভারে শিবাম দুবে ও আজিঙ্কা রাহানের ব্যাটিং দাপট ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বোলিং লাইন আপে শ্রীলঙ্কান দুই বোলার মাহিথ থিকসানা ও মাথিশা পাথিরানা দলের মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। 

অন্যদিকে গুজরাট টাইটান্স নিজেদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে। হার্দিক পান্ডিয়া নেতৃত্বে দলটি দারুণ ছন্দে রয়েছে। এবারের সর্বোচ্চ তিন উইকেট শিকারীদের মধ্যে তিন জনই টাইটান্সের বোলার। মোহাম্মদ শামি আইপিএলের এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। এরপর রয়েছেন রশিদ খান ও মোহিত শর্মা। 

অপরদিকে ব্যাটিং লাইনআপে রীতিমত উড়ছে গুজরাট। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক গুবমান গিল একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। চলতি মৌসুমে গুজরাটের হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৫১ রান করেছেন গিল যা আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয়। 

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, অম্বাতি রায়ডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে এবং মহেশ থিকশানা

ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিশা পাথিরানা

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ

শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি এবং মোহিত শর্মা

ইমপ্যাক্ট প্লেয়ার- জোশ লিটল

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে