Dr. Neem on Daraz
Victory Day

ইংল্যান্ড ছেড়ে কখনোই যাবো না: জেসন রয়


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২৩, ১০:৫০ এএম
ইংল্যান্ড ছেড়ে কখনোই যাবো না: জেসন রয়

ফাইল ছবি

ঢাকাঃ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নাম লেখাতে যাচ্ছেন জেসন রয়। গতকাল এমন তথ্য প্রাকশ করে ডেইলি মেইল। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় হট টপিক এই খবর। তবে এ নিয়ে এবার মুখ খুলেছেন জেসন রয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইংল্যান্ড ওপেনার বলেছেন, তিনি কখনোই ‘ইংল্যান্ড ছেড়ে যাবেন না’। 

আগামী ১৩ জুলাই শুরু যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসরে লস অ্যাঞ্জেলেস রাইডার্সের সঙ্গে রয় চুক্তি করতে যাচ্ছেন বলে খবর আসে। ভারতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সে দলের সঙ্গে রয়ের দুই বছরের জন্য প্রায় ৩ লাখ পাউন্ডে (প্রায় ৪ কোটি টাকা) চুক্তি হচ্ছে বলেও জানায় ডেইলি মেইল।

এরপর দেওয়া এক বিবৃতিতে রয় বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কিছুটা অনাকাঙ্ক্ষিত ধারণা তৈরি হওয়ার পর আমি এটা পরিষ্কার করতে চাই, আমি ইংল্যান্ড ছেড়ে যাচ্ছি না, কখনোই যাব না। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার সবচেয়ে গর্বের ব্যাপারই হয়ে থাকবে। আরও অনেক বছর ইংল্যান্ডের হয়ে খেলার আশা করি, এটিই আমার প্রাধান্য পাবে।’

অবশ্য মেজর লিগ ক্রিকেট খেলতে যাওয়ার বিষয়টিও রয় নিশ্চিত করেছেন তার বিবৃতিতে, ‘মেজর লিগ ক্রিকেট খেলার ব্যাপারে ইসিবির সঙ্গে আমার স্বচ্ছ ও সহায়তাপূর্ণ আলোচনা হয়েছে। এ প্রতিযোগিতায় আমাকে খেলতে দিতে পেরে ইসিবি খুশি, যতক্ষণ না চুক্তির বছরের বাকিটা সময় আমাকে তাদের অর্থ দিতে না হচ্ছে।’

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে