Dr. Neem on Daraz
Victory Day

লিটনের কাছে নিজের রেকর্ড হারিয়ে যা বললেন আশরাফুল


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৭:৪৫ পিএম
লিটনের কাছে নিজের রেকর্ড হারিয়ে যা বললেন আশরাফুল

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে এই বাঁহাতি ওপেনারের পর কে হবে দেশসেরা? এমন প্রশ্নের জবাবে সবার আগে নামে লিটন দাসের। এ ওপেনার যেন সময়ের সঙ্গে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। জাত চেনাচ্ছে প্রতিনিয়ত। গড়ছেন একের পর এক রেকর্ড। তেমনি ভাবে গতকাল সাগরিকায় ২০০৭ সালে আশরাফুলের গড়া ১৬ বছর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙলেন লিটন। এদিকে আশরাফুলের অবশ্য আফসোস নেই এ নিয়ে। তিনি জানালেন, সব রেকর্ড ভাঙবে লিটন।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে অর্ধশতক হাঁকিয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে আশরাফুলের গড়া ২০ বলে অর্ধশতক রেকর্ড ভাঙে লিটন। তবে আশরাফুলের কোনো আক্ষেপ নেই, বরং সে চায় ওয়ানডে ও টেস্টের দ্রুততম অর্ধশতকের দুই রেকর্ডও যেনো লিটন ভাঙেন। 

এ নিয়ে তিনি বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি। রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে।’

এছাড়া তিনি লিটনের মুগ্ধতা নিয়ে বলেন, ‘লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে অসাধারণ খেলছে। সব ফরম্যাটে ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন বাকি দুই ফরম্যাটে হাই স্ট্রাইক রেটে খেলছে। যেটা আমরা দেখতে চাই। লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব ধারাবাহিকতা থাকবে।’

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে