 
                            ছবি সংগৃহীত
ঢাকা: নানা নাটকীয়তার পর বাংলাদেশ দল বুধবার (২২ জানুয়ারি) রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছে। জানা গেছে, বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকা ছেড়ে যাবেন মাহমুদউল্লাহরা। ভাড়া করা বিমানে বাংলাদেশ দল লাহোরে পৌঁছাবেন স্থানীয় সময় রাত ১০টা ৩০মিনিটে।
বাংলাদেশ দল কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার অনুশীলন করবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৪ জানুয়ারি সেখানেই হবে প্রথম ম্যাচ। পরদিন দ্বিতীয় ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ২৭ জানুয়ারি হবে তৃতীয় ও শেষ ম্যাচটি।
সবশেষ বাংলাদেশ দল পাকিস্তান সফর করেছিল ১২ বছর আগে। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে অনেক ফারাক। সবশেষ ভারত সফরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলেছিল মাহমুদউল্লাহরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই তারা ভারতকে হার উপহার দিয়েছিল। যদিও সিরিজটি বাংলাদেশকে ১-২ ব্যবধানে হারতে হয়েছিল।
এবার পাকিস্তানের মাটিতেও বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে। পাকিস্তান সফরপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি সিরিজ জয়েরই চেষ্টা করবেন। ভারত সফরের দল থেকে বেশি বদল আনেননি নির্বাচকরা। এসএ গেমস এবং ইমার্জিং কাপের পর বিপিএলে নজর কেড়ে দলে ঢুকেছেন হাসান মাহমুদ।
পাকিস্তান দলে অভিষেকের অপেক্ষায় আছেন চার জন। তারা হলেন, উসমান কাদির, হারিস রউফ, আমাদ বাট এবং আহসান আলী। কোনো সন্দেহ নেই অভিজ্ঞতায় বাংলাদেশই এগিয়ে। তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস এবং অধিনায়ক মাহমুদউল্লাহ সংক্ষিপ্ত সংস্করণে হাত পাকিয়েছেন। অভিজ্ঞতার ঘাটতি পূরণে প্রধান কোচ মিসবাহ-উল-হক শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজকে দলে ডেকেছেন। যদিও এ নিয়ে তাঁকে সমালোচনা হজম করতে হয়েছে।
আগামীনিউজ/আরবি/জেডআই
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)