Dr. Neem on Daraz
Victory Day

রান আউট হয়ে ফিরলেন তামিম


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৩:০১ পিএম
রান আউট হয়ে ফিরলেন তামিম

ঢাকাঃ সিলেটে সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার তামিম ও লিটন। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খানিকটা হিমশিম খেতে হয় এই দুই ব্যাটারের। 

তবে ইনিংসের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে ঘুরে দাঁড়াতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু পাওয়ার প্লে’র শেষ বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তামিমের। ফেরার আগে ৩১ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫২ রান। লিটন ২১ ও শান্ত ব্যাট করছেন ৬ রানে।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে নামে এই দুই দল। খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

আজকের ম্যাচে দুই দলের একাদশেই একটি করে পরিবর্তন এসেছে। মুস্তাফিজের জায়গায় একাদশে এসেছেন হাসান মাহমুদ। আর আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানির পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন অভিষিক্ত ম্যাথু হামফ্রেস।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে