Dr. Neem on Daraz
independent day of bangladesh

শুরুতেই ফিরলেন তামিম


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০২:৪৭ পিএম
শুরুতেই ফিরলেন তামিম

ঢাকাঃ সামনে ওয়ানডে বিশ্বকাপ। দলকে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু তামিম ইকবালের ব্যাট থেকে বড় ইনিংস আসছে না অনেকদিন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ফিফটির দেখা পাননি। দ্রুত আউট হয়ে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও।

ইনিংসের তৃতীয় ওভারে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বল শরীরের বাইরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। বাংলাদেশ অধিনায়ক করেছেন মাত্র ৩।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪০। লিটন দাস ১৯ আর নাজমুল হোসেন শান্ত ১১ রানে অপরাজিত আছেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে।

দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।

বুইউ