Dr. Neem on Daraz
independent day of bangladesh

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মিরাজ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০১:৪৮ পিএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মিরাজ

ঢাকাঃ ইংল্যান্ড সিরিজের রেশ কাটতে না কাটতেই আয়ারল্যান্ড পরীক্ষা শুরু বাংলাদেশের। আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিপাক্ষিক এই সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর দুইটায় মাঠে নামছে দুই দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে।

দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।

এদিকে আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা হয়নি মিরাজের। গতকাল অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পেয়েছিলেন তিনি। আর আজকের ম্যাচে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের। 

গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে শুরুতে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এরই ধারাবাহিকতায় ওয়ানডে একাদশে সুযোগ হলো হৃদয়ের।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।

বুইউ