Dr. Neem on Daraz
Victory Day

ফাইনালের টিকেট পাচ্ছে কে? ফিলিস্তিন না সিসেলেস


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ১২:০০ পিএম
ফাইনালের টিকেট পাচ্ছে কে? ফিলিস্তিন না সিসেলেস

ছবি : বাফুফে

ঢাকা : গ্রুপ পর্বের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপ। এক দিনের বিরতি দিয়ে আজ থেকে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের শেষ চারের লড়াই। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিতে চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে সিসেলেস।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ফিলিস্তিন গ্রুপ পর্বে নিজেদের দুটি ম্যাচেই জয়লাভ করেছে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে ফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কাকেও একই ব্যবধানে হারিয়েছে তারা।

অন্যদিকে সিসেলেস তাদের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বুরুন্ডির কাছে ৩-১ গোলে হারার পর গ্রুপের শেষ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মরিশাসের সঙ্গে। তবে পয়েন্টের দিক থেকে সমান হলেও কম গোল হজম করার কারণে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা খুঁজে পায় সিসেলেস। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ওই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে স্থান পেয়েছে বুরুন্ডি।

ফিলিস্তিনের কোচ মাকরাম বাবুব যেমন জয়ের ব্যাপারে প্রত্যয়ী তেমনি দলের ইতিবাচক পারফরম্যান্সে সিসেলেসের কোচ রাফ জিন লুইসও বেশ আশাবাদী। তিনি বলেন, গ্রুপ ম্যাচের খেলার বিবেচনায় সিসেলেসকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে সেমিফাইনাল। যেখানে জয়ের জন্য তারা সেরাটা উজাড় করে দেবে। এই প্রথম আফ্রিকান কোনো জাতীয় দলের মোকাবেলা করতে যাচ্ছে ফিলিস্তিন।

ফিলিস্তিনের অধিনায়ক বলেন, আফ্রিকান দল সিসেলেসের দুটি ম্যাচই তিনি দেখেছেন। তবে ছেলেদের পুরো মনোযোগ নিজেদের খেলা নিয়ে। তারা এখানে এসেছে জয়ের উদ্দেশ্যে। দলে কোনো ইনজুরি সমস্যা নেই বলেও জানিয়েছেন ফিলিস্তিন কোচ।

অধিনায়ক সামেহ মারাবেহ বলেন, তারা এখন প্রথম সেমিফাইনালের দিকে মনোযোগ দিয়ে রেখেছেন। গ্রুপের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছেন এবং এই ধারা অব্যাহত রেখে শিরোপা জয় করতে চান।

সিসেলেসের কোচ রালফ জিন লুইস বলেন, ‘ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি ফিলিস্তিন আমাদের চেয়ে অনেক এগিয়ে। তাদের ক্লাবগুলো পেশাদার এবং ফুটবলাররা বিভিন্ন ভালো দলে খেলে। আমাদের ফুটবল এবং টেকনিক তাদের থেকে ভিন্ন। বুরুন্ডি ও মরিশাস আফ্রিকা থেকে আসলেও তারা ভিন্ন এলাকায় খেলে থাকে। এই টুর্নামেন্টে এসে বিভিন্ন এলাকার দলের সঙ্গে ফুটবল খেলতে পারাটাও আমাদের একটি বড় জয় বলে মনে করি।’ 

আগামীনিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে