Dr. Neem on Daraz
independent day of bangladesh

টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০২:০৬ পিএম
টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

ঢাকাঃ সিলেট পর্ব শেষে ফের ঢাকায় ফিরেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইগার্স। দুপুর ২টায় হোম অব ক্রিকেট গ্রাউন্ড খ্যাত শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে।

এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তামিম ও রাব্বিদের খুলনার। অন্যদিকে, প্লেঅফ নিশ্চিত হলেও সেরা দুইয়ে চোখ সাকিবের বরিশালের।

খুলনা টাইগার্স একাদশ

শাই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল জয়, ইয়াসির রাব্বি, আন্দ্রে বালবার্নি, মার্ক দেওল, হাসান মুরাদ, পল ভ্যান ম্যাকেরন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, এনামুল হক বিজয়, সালমান ইমন, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, ইফতেখার আহমেদ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।

বুইউ