Dr. Neem on Daraz
Victory Day

খুলনাকে ১৫৮ রানের টার্গেট চট্টগ্রামের


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৪:০৯ পিএম
খুলনাকে ১৫৮ রানের টার্গেট চট্টগ্রামের

চট্টগ্রামঃ বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে চ্যালেঞ্জার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিক দল। দ্বিতীয় ওভারেই ওপেনার ম্যাক্স ও'ডাউডকে হারায় চট্টগ্রাম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন ওপেনার উসমান খান ও টপ অর্ডার ব্যাটার। দুজনের ব্যাট হতে সাত ওভারে ৭০ রানের জড়ো পার্টনারশিপ আসে। 

তবে ইনিংসের দশম ওভারে আহমেদ বাটের বলে ৩৭ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরেন এবারের বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিয়ান উসমান। এরপর রানের গতি ধরে রাখতে পারেনি চ্যালেঞ্জার্স। 

আফিফ হোসেন ও দারউইশ রাসুলির ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখলেও তা কাজে আসেনি। খুলনার পেসার ওয়াহাব রিয়াজের বোলিং তোপে মিডেল ওভারে খেই হারায় শুভগত হোমের দল। শেষ দিকে ফরহাদ রেজার ৯ বলে ২১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। 

খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ ৩৬ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি উইকেট শিকার করলেও মোহাম্মদ সাইফউদ্দিন দেন ৪০ রান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে