Dr. Neem on Daraz
Victory Day

বিপিএলে দল পেলেন নাসির-সাব্বির-রুবেল


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৩:৪৪ পিএম
বিপিএলে দল পেলেন নাসির-সাব্বির-রুবেল

ঢাকাঃ রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)-এর প্লেয়ার্স ড্রাফট চলছে। এরই মধ্যে নিজেদের পছন্দের ক্রিকেটারদের অনেককেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এই ড্রাফটের মাধ্যমে দলগুলো ১০ জন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনকে ‘ডি’ ক্যাটাগরি থেকে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটর্স। 

অন্যদিকে সাব্বিরও দীর্ঘদিন ধরে অফফর্মে। তার পরেও আস্থা রেখে তাকে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হওয়ার পর বিশ্বকাপের আগেই দেশে ফেরত পাঠানো হয় তাকে। সর্বশেষ অনুষ্ঠিতব্য বিসিএলেও সুযোগ পাননি। তবে ড্রাফটের শেষ দিকে এসে খুলনা টাইগার্স তাকে দলে ভিড়িয়েছে।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার রুবেল হোসেনও দল পেয়েছেন। মাশরাফির সিলেট তাকে দলে ভিড়িয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে আজ (বুধবার) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর অভিজাত এক হোটেলে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই ড্রাফট কার্যক্রম।

ড্রাফটে প্রথম ধাপেই কুমিল্লা ডাক পেয়ে দলে টানল তারকা ব্যাটার লিটন দাসকে। এরপর সিলেট দলে নিয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে টেনেছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে। 

মোহাম্মদ মিঠুনকে নিয়েছে ঢাকা। রংপুর রাইডার্স দলে নিয়েছে শেখ মেহেদী হাসানকে। পরবর্তীতে ফরচুন বরিশাল দলে টানল জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। শেষে এসে খুলনা টাইগার্স যোগ করে মোহাম্মদ সাইফউদ্দিনকে।

দেশি-বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটের বাইরে থেকে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা হলেন ইংল্যান্ডের ৩২ বছর বয়সী ব্যাটার জসুয়া কব এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩২ টি-টোয়েন্টি খেলা ব্রেন্ডন কিং।

বড় তারকাদের মধ্যে খুলনা টাইগার্স দলে নিয়েছে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে, ঢাকা ডোমিনেটর্সে পাকিস্তানের শান মাসুদ আর আহমেদ শেহজাদ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে জিম্বাবুয়ের শন উইলিয়ামস আর ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন, ফরচুন বরিশালে পাকিস্তানের হায়দার আলি, শ্রীলঙ্কার চতুরাঙ্গা ডি সিলভা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নেদারল্যান্ডসের ম্যাক্স ওদাউদ ও ভারতের উম্মুখ চাঁদ, রংপুর স্ট্রাইকার্সে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, সিলেট স্ট্রাইকার্স গুলবাদিন নাইবকে।

প্রথম ৬ রাউন্ড শেষে কে কোন দল পেলেন...

স্বদেশি
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভির ইসলাম, ইমরুল কায়েস, আশিকউজ্জামান, জাকির আলী অনিক
সিলেট স্ট্রাইকার্স: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান

ঢাকা ডোমিনেটর্স: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন সিনিয়র
রংপুর রাইডার্স: শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামিম পাটোয়ারী, রিপন মন্ডল
ফরচুন বরিশাল: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি
খুলনা টাইগার্স: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান

বিদেশি
খুলনা টাইগার্স: দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল ফন ম্যাকিরিন (নেদারল্যান্ডস)
ঢাকা ডোমিনেটর্স: শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান)
কুমিল্লা ভিক্টেরিয়ান্স: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)
ফরচুন বরিশাল: হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ম্যাক্স ও'দাউদ (নেদারল্যান্ডস), উন্মুখ চাঁদ (ভারত)
রংপুর রাইডার্স: আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)
সিলেট স্ট্রাইকার্স: টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান)।

বুইউ

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে