Dr. Neem on Daraz
Victory Day

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে পেছনে ফেললো শ্রীলঙ্কা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০১:৫০ পিএম
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে পেছনে ফেললো শ্রীলঙ্কা

ঢাকাঃ ভারতের বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্টে পা রেখেছিল শ্রীলঙ্কা। তবে তাতে মনোবল হারায়নি চামারি আতাপাত্তুর দল। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারানো দলটি এবার থাইল্যান্ডকে হারালো বড় ব্যবধানে। আর তাতে বাংলাদেশকে টপকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে গিয়েছে শ্রীলঙ্কান মেয়েরা। 

সিলেটের আউটার স্টেডিয়াম মাঠে মঙ্গলবার থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ৬৯ বলে ৮১ রান করে ম্যাচসেরা হয়েছেন হার্সিথা সামারাবিক্রমা। 

একতরফা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। ওপেনার হারসিথা সামারাবিক্রমার ৬৯ বলে ৮০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে লঙ্কানরা। শেষদিকে ২১ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৯ রানের এক ক্যামিও ইনিংস খেলেন নিলাক্ষি ডি সিলভা।

থাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পাথায়ং। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।

জবাবে পুরো ২০ ওভার ব্যাট করলেও ৫ উইকেটে ১০৭ রানেই থেমে যায় থাইল্যান্ডের ইনিংস। ওপেনার নানাপাথ কনচারয়েকাই ২১ বলে ২৫ করে আউট হন। ৪২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন চানিথা সুথিরুয়াং।

শ্রীলঙ্কার অচিনি কুলাসুরিয়া ১৯ রানে নেন ২টি উইকেট।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে