Dr. Neem on Daraz
Victory Day

চোট নিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন লিটন


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৪:০৭ পিএম
চোট নিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন লিটন

ঢাকাঃ দারুণ ব্যাটিং করছিলেন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ব্যক্তিগত ৮১ রানে এসে হঠাৎ পায়ে টান পড়লো লিটন দাসের। এমনই অবস্থা যে উঠে দাঁড়াতেও পারলেন না। ফলে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয়েছে ডানহাতি এই ওপেনারকে।

লিটন উঠে যাওয়ায় নতুন ব্যাটার হিসেবে এসেছেন মুশফিকুর রহিম। এনামুল হক বিজয় ১৮ রান নিয়ে উইকেটে আছেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের মতো প্রথম ওয়ানডেতেও টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক তামিমের সঙ্গে ১১৯ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন লিটন দাস। ব্যক্তিগত ৬২ রানে তামিম রাজার বলে ফিরলেও লিটন এগোচ্ছিলেন দারুণ গতিতে। তবে পেশীর টানে আপাতত সেই যাত্রায় ছেদ পড়ল।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে অস্বস্তির ইতিহাস গড়ে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। নিজেদের পছন্দের ফরম্যাট দিয়ে ফের ছন্দে ফেরার আশা নিয়ে হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ১ উইকেটে ২০১ রান করেছে বাংলাদেশ। ৪০ বল থেকে ৪০ রান নিয়ে ক্রিজে রয়েছেন এনামুল হক বিজয়, ১১ বল থেকে ৮ রান সংগ্রহ করে তাকে সঙ্গ দিচ্ছে মুশফিকুর রহিম।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে