Dr. Neem on Daraz
Victory Day

মুশফিক-লিটনের ফিফটি, পাল্টা প্রতিরোধে বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২২, ০২:৪৩ পিএম
মুশফিক-লিটনের ফিফটি, পাল্টা প্রতিরোধে বাংলাদেশ

ঢাকাঃ ২৪ রানে ৫ উইকেট। এর পর আর বাংলাদেশের উইকেট ফেলতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ধ্বংসস্তূপে লড়াই শুরু করে প্রতিরোধ গড়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ষষ্ঠ উইকেটে দুজনের শত রান ছাড়ানো জুটিতে ৫০ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে করেছে ১৫০ রান।

অবশ্য ৩৮.১ ওভারে ফিফটির আগেই ফিরতে পারতেন লিটন। আসিথা ফার্নান্ডোর শর্ট বলে হুক করতে গিয়েছিলেন। বল টপ এজ হয়ে বাতাসে উঠলেও তা হাতে জমাতে পারেননি বদলি খেলোয়াড় কামিন্দু মেন্ডিস। তাতে ৪৮ রানে জীবন পান তিনি। তিন বল পর চার মেরে পূরণ করেছেন ১৩তম ফিফটি। লিটন ব্যাট করছেন ৬৯ রানে। 

প্রথম সেশনে নবম ওভারেও স্লিপে ক্যাচ গিয়েছিল লিটনের। ভাগ্যভালো যে আগেই তা মাটিতে ড্রপ খেয়েছে। এর পর ধীরে ধীরে জুটি গড়ে বাকি সময়টা মুশফিক-লিটন নির্বিঘ্নে পার করেছেন। যা অব্যাহত আছে দ্বিতীয় সেশনেও। লিটনের সঙ্গী হওয়া মুশফিক ২৬তম ফিফটির দেখা পেয়ে ব্যাট করছেন ৬২ রানে।

মাত্র ৪২ মিনিটে পড়েছে বাংলাদেশের ৫ উইকেট। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নামলেও শুরুতে বাংলাদেশকে কাঁপিয়ে দেয় লঙ্কান পেস বোলিং। প্রথমে দুই ওভারে স্বাগতিকদের দুই ওপেনারকে সাজঘরে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম বলটি ফুলার লেংথে দিয়ে মাহমুদুল হাসান জয়কে ভড়কে দিয়েছিলেন পেসার কাসুন রাজিথা। দ্বিতীয় বলে দুর্বল ডিফেন্সের খেসাড়তও দেন বোল্ড হয়ে। ফুটওয়ার্ক ঠিকমতো না করায় বল ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে আঘাত করে স্টাম্পে। তাতে শূন্য রানে সাজঘরে ফেরেন মাহমুদুল। দ্বিতীয় ওভারে তামিম ইকবালও ফেরেন ডাক মেরে। আরেক পেসার আসিথা ফার্নান্ডোর লেংথ বল লেগ সাইডে খেলতে গেলে তা লিডিং এজ হয়ে জমা পড়ে পয়েন্টে থাকা জয়াবিক্রমার হাতে।

তার পর মাঠে নামা অধিনায়ক মুমিনুল হকের ব্যাটিংও স্বস্তি এনে দিতে পারেনি। বাজে ফর্মে থাকা এই বামহাতি দুটি চার মেরে স্কোরবোর্ডে রান যোগ করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। বরং বিপদ বাড়িয়ে দেন আরও। ফার্নান্ডোর অফ স্টাম্পের বাইরের লেংথ বল খেলবেন কি খেলবেন না, এই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলেন। কিন্তু ব্যাট নামাতে দেরি করায় বল এজ হয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। শেষ টেস্টে ২ রান করা মুমিনুল এবার করতে পেরেছেন ৯ রান।

তার পর বাংলাদেশকে ধ্বসস্তুপে পরিণত করে ছাড়েন রাজিথা। প্রথম টেস্টে দারুণ বল করা এই পেসার পর পর জোড়া আঘাতে সাজঘরে ফেরান নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে। তার সপ্তম ওভারের চতুর্থ ডেলিভারিতে ভেতরে টার্ন করা বল বিলাসী ভঙ্গিতে ড্রাইভ করতে গিয়েছিলেন নাজমুল। কিন্তু বল ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে আঘাত করলে ৮ রানে ফেরেন এই ব্যাটার।

সাকিব তার পরের বলেই এলবিডাব্লিউ হয়েছেন। একই রকম ভেতরে ঢুকে পড়া ডেলিভারি দিলে পরাস্ত হন তিনি। লঙ্কানদের জোরালো আবেদনে আম্পায়ারও সাড়া দেন সঙ্গে সঙ্গে। বামহাতি অলরাউন্ডার রিভিউ নিলেও সাফল্য আসেনি তাতে। আম্পায়ার্স কলে শেষ পর্যন্ত শূন্য রানে ফিরেছেন এই অলরাউন্ডার।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে