Dr. Neem on Daraz
Victory Day

১১ বছর পর সুপার কাপ জিতল ইন্টার মিলান


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০১:২৯ পিএম
১১ বছর পর সুপার কাপ জিতল ইন্টার মিলান

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শিরোপা নির্ধারনী ম্যাচ মানের উত্তেজনা, রোমাঞ্চ। বুধবার বাংলাদেশ সময় রাতে সান সিরোয় ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যেকার ম্যাচে সবই হল। শেষ পর্যন্ত অবশ্য অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের একবারে শেষ দিকে পার্থক্য গড়ে দেন ইন্টারের আলেক্সিস সানচেস। যে কারণে ১১ বছর পর দলটি মেতে ওঠে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতার আনন্দে। 

বুধবার রাতের ফাইনালে ২-১ গোলে জিতেছে ইন্টার। ওয়েস্টন ম্যাককেনি জুভেন্টাসকে এগিয়ে নেওয়ার পর স্পট কিকে সমতা ফেরান লাউতারো মার্তিনেস। এ নিয়ে ইতালিয়ান সুপার কাপের ষষ্ঠ শিরোপা জিতল ইন্টার। আগেরটি তারা জিতেছিল ২০১০ সালে। নাপোলিকে হারিয়ে গত বছর জেতা মুকুট এবার হারাল জুভেন্টাস।

সান সিরোয় বুধবার শুরু থেকেই দারুণ লড়াই করে ইন্টার ও জুভেন্টাস। ২৪তম মিনিট পর্যন্ত প্রতিপক্ষ গোলরক্ষকের কেউই নিতে পারেনি পরীক্ষা। তবে ২৫তম মিনিটের আক্রমণ থেকে এগিয়ে যায় রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। আলভারো মোরাতার ক্রসে এক ডিফেন্ডারের পায়ে লাগলেও বল গিয়ে পড়ে গোলমুখে; খুব কাছাকাছি থাকা ম্যাককেনি হেডে লক্ষ্যভেদ করেন। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে ইন্টার। জেকোকে বক্সে মাত্তিয়া দি সিগলিও ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। গোলরক্ষককে বিপরীত দিকে ছিটকে দিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।

দ্বিতীয়ার্ধে কিছুটা গতি পায় দুই দলের খেলা। তারপরও এ অর্ধে কোন দলই পায়নি গোলের দেখা।  তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে জুভেন্টাস বল পায়ে রেখে গোছালো আক্রমণ শানানোয় ছিল মনোযোগী। কিন্তু দিবালারা বক্সে তেমন ভীতি ছড়াতে পারেননি। ১১১তম মিনিটে কর্নার এক হাতে ফিস্ট করে ফিরিয়ে দলটির ত্রাতা পেরিন।

শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে ইন্টার। বাঁ দিক থেকে বক্সে আসা ক্রস আলেক্স সান্দ্রো বুক দিয়ে নামিয়ে ক্লিয়ার করার আগেই টোকায় বাড়িয়ে দেন মাত্তেও দারমেইন। সামনে থাকা সানচেস নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেই উদযাপনে মাতেন। জার্সি খুলে দেখেন হলুদ কার্ডও। তারপরও একটু কমেনি ইন্টারের জয়োৎসব। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে