Dr. Neem on Daraz
Victory Day

ভারতের সাথে রাজসিক জয়ে চ্যাম্পিয়ন যুবারা


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৪:৩২ পিএম
ভারতের সাথে রাজসিক জয়ে চ্যাম্পিয়ন যুবারা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ত্রিদলীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতায় ফাইনাল ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে পাত্তা না দিয়ে টাইগাররা পেয়েছে ১৮১ রানের রাজসিক জয়।

প্রথম বলেই মাহফিজুল ইসলামকে ফেরায় টস জিতে ফিল্ডিং নেওয়া ভারত। কলকাতার ইডেন গার্ডেনসে ১১৫ রানে বাংলাদেশের ৭ উইকেট নিয়ে বেশ স্বস্তিতে ছিল স্বাগতিকরা। তবে আইচ মোল্লা ৯৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আশিকুর ৫৮ বলে ৫০ রানে বিদায় নেওয়ার পর আইচ সেঞ্চুরির পথে ছুটছিলেন।

কিন্তু ৭ রানের জন্য বর্থ্য হন আইচ। ৯১ বলে ১০ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন তিনি। ৪১.৪ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে।

লক্ষ্য ধরাছোঁয়ার মধ্যে থাকলেও নাঈমুর রহমান নয়নের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারতের দলটি। চতুর্থ ওভারে শন রজারকে ফেরান আশিকুর। ৪ রানে প্রথম উইকেট নেই।

তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৫ রানে ৪ উইকেট হারানো দলটি পঞ্চাশ পেরোনোর পর গুটিয়ে যায়। ২১.৩ ওভারে অলআউট তারা।

নাইমুর ৬.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান আশিকুর ও এস এম মেহেরব হাসান।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে