Dr. Neem
Dr. Neem Hakim

মেসির ব্যালন ডি’অর জয়ের পর ঘরের মাঠে হোঁচট পিএসজির


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৯:৩০ এএম
মেসির ব্যালন ডি’অর জয়ের পর ঘরের মাঠে হোঁচট পিএসজির

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচটি রাঙাতে পারেনি লিওনেল মেসি। টানা চার জয়ের পর পয়েন্ট হারাল পিএসজি। বাজে ফিনিশিং আর প্রতিপক্ষ রক্ষণের দারুণ নৈপুণ্যে পেল না কাঙ্ক্ষিত পরিণতি। তাতে মেসির ব্যালন ডি’অর জয়ের ঠিক পরের ম্যাচে নিসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাধ্য হতে হয়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দলকে।

এই ড্রয়ে ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন মেসি-ডি মারিয়ারা। সমান ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিস। ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্শেলি।

ঘরের মাঠে পিএসজি অবশ্য দ্যুতি ছড়াতে পারেনি। এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি ও কালিয়ান এমবাপেরা। তাতে ম্যাচেও কোনো ফল বেরোয়নি। ম্যাড়ম্যাড়ে ম্যাচে একমাত্র ক্লিয়ার কাট গোলের সুযোগটি পেয়েছিলেন নিসের কাসপার ডলবার্গ। তিনি অবশ্য ভাগ্যের শিকে ছিড়তে পারেননি। তার নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

তাতে গোলশূন্য ভিন্ন অন্য কোনো ফল হয় না ম্যাচে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

আগামীনিউজ/নাসির