Dr. Neem
Dr. Neem Hakim

বায়ার্ন কোচ নাগেলসমান করোনাভাইরাসে আক্রান্ত


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৭:৫৮ পিএম
বায়ার্ন কোচ নাগেলসমান করোনাভাইরাসে আক্রান্ত

ফাইল ছবি

ঢাকাঃ করোনাভাইরাস থাবা বসিয়েছে বায়ার্ন মিউনিখ শিবিরে। আক্রান্ত হয়েছেন দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান। ‘ফ্লুর মতো উপসর্গ’ দেখা দেওয়ায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার মাঠে বায়ার্নের ৪-০ গোলে জেতা ম্যাচে ডাগআউটে ছিলেন না তিনি। পরদিন জার্মান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায়, লিসবন থেকে আলাদা অ্যাম্বুলেন্স ফ্লাইটে মিউনিখ ফিরে বাড়িতে আইসোলেশনে থাকবেন নাগেলসমান।

বায়ার্ন মিউনিখ দলের বৃহস্পতিবার লিসবন থেকে মিউনিখের উদ্দেশে উড়াল দেওয়ার কথা। এই মৌসুমেই বায়ার্নের দায়িত্ব নেন ৩৪ বছর বয়সী নাগেলসমান। বুন্ডেসলিগায় টানা দশম শিরোপার খোঁজে থাকা দলটি আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে তারা।

আগামীনিউজ/শরিফ