Dr. Neem
Dr. Neem Hakim

কলকাতা নাকি চেন্নাই; আইপিএল শিরোপা উঠবে কার হাতে?


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৩:৪৯ পিএম
কলকাতা নাকি চেন্নাই; আইপিএল শিরোপা উঠবে কার হাতে?

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে আজ রাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচটিকে দুই বুদ্ধিদীপ্ত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও ইয়োন মরগ্যানের মর্যাদার লড়াই হিসেবেও দেখছেন অনেকে! মাঠের খেলায় দুজনের তেমন পারর্ফম দেখা না গেলেও নিজেদের অধিনায়কত্ব দিয়ে কুড়িয়েছেন বেশ সুনাম।

আইপিএলে সবচেয়ে বেশি ৫ বার শিরোপার স্বাদ নেওয়া মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরে পারেনি নামের ওপর সুবিচার করতে। শিরোপার দিক দিয়ে রোহিত শর্মার দল এগিয়ে থাকলেও আইপিএলের সবচেয়ে সফল দল বলা হয় ধোনির চেন্নাইকে। ৩ বার শিরোপা নেয় হলুদ শিবিররা, ফাইনালের মঞ্চে খেলেছে ১০ বার। অন্যদিকে কলকাতার ঘরে গেছে আইপিএলের ২ শিরোপা।

এবারের আইপিএল ট্রফি কার ঘরে যাবে তা নিয়ে রয়েছে ব্যাপক উম্মাদনা। চতুর্থ শিরোপা জিতবে ধোনির চেন্নাই নাকি তৃতীয় শিরোপার মুখ দেখবে কলকাতা। অবশ্য মরগ্যান এগিয়ে রাখছে ধোনির দলকেই। তবু সবাইকে আগাম ফল লিখে না রাখতেও বলেছেন কলকাতার অধিনায়ক।

আগামীনিউজ/নাসির