Dr. Neem on Daraz
Victory Day

শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে গেল বাংলাদেশ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১২:১৩ এএম
শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে গেল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ব্যাটারদের কেউ বড় রান পেলেন না। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের স্কোরটাও তাই বলার মতো হলো না। পরে যা তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও ঠিকই ম্যাচ নিজেদের করে নিল শ্রীলঙ্কা।

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারায় লঙ্কানরা। ১৪৮ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই টপকে যায় দলটি।

অবশ্য ১২ ওভারে ৭৯ রান তুললেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। ১৫ ওভার শেষে দলটির স্কোর ছিল ৯৫/৬।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে রান পেয়েছেন কেবল সৌম্য সরকার। ২৬ বলে ৩৪ রান করেন তিনি। বাকিদের কেউ ২০ রানও করতে পারেননি। মেহেদি হাসান ১৬ রানে অপরাজিত ছিলেন।

পিঠের চোটে মাহমুদউল্লাহ ছিলেন না। তাই এ ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। তিনি ১৬ রান করেন। মোহাম্মদ নাঈম (১১), মুশফিকুর রহিম (১৩), আফিফ হোসেন (১১), নুরুল হাসান সোহান (১৫), শামীম হোসেনরা (৫) নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও এ ম্যাচে খেলেননি মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসান। সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ব্যস্ত রয়েছেন।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে