Dr. Neem on Daraz
Victory Day

ভারতের বিশ্বরেকর্ড !


আগামী নিউজ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১২:০৯ পিএম
ভারতের বিশ্বরেকর্ড !

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ম্যাচটি প্রায় নিজেদের পকেটে ঢুকিয়েই ফেলেছিল শ্রীলঙ্কা। কিন্তু পকেটে রাখতে পারেনি তারা। অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন ভারতের ডানহাতি পেসার দীপক চাহার। যার সুবাদে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ভারত।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেললেও, শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়ে ৬৯ রানে অপরাজিত ছিলেন চাহার।

এ জয়ের সুবাদে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড এখন ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে তারা জিতেছে ৯৩টি ওয়ানডে ম্যাচ। এতদিন ধরে এই রেকর্ড ছিল যৌথভাবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২টি ওয়ানডে জিতেছে অসিরা। আর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ও সমান ৯২ ম্যাচে।

শ্রীলঙ্কার করা ২৭৫ রানের জবাবে মাত্র ৬৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। প্রাথমিক চাপ সামাল দিয়ে মাত্র ৪৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। মানিশ পান্ডের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৭ রান। কিন্তু হতাশ করেন হার্দিক পান্ডিয়া (০)।

পরে দীপক চাহারকে চেষ্টা চালান ক্রুনাল পান্ডিয়া। কিন্তু দলীয় ১৯৩ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন ৫৪ বলে ৩৫ রান করে। এরপর বাকি গল্পটা চাহার ও ভুবনেশ্বরের। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই আসে রেকর্ডগড়া জয়। ঠিক ৮৪ বলে ৮৪ রান আসে এই জুটিতে।

দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় ৭ চার ও ১ ছয়ের মারে ৬৯ রানে অপরাজিত ছিলেন চাহারা। ভুবনেশ্বরের সংগ্রহ ছিল ২৮ বলে ১৯ রান। শ্রীলঙ্কার পক্ষে ভানিন্দু হাসারাঙ্গা ১০ ওভারে ৩৭ রান খরচায় নেন ৩ উইকেট। যা দলকে জেতানোর জন্য যথেষ্ঠ হয়নি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে