Dr. Neem on Daraz
Victory Day

কোহলিকে বাবরের টেকনিক শেখার পরামর্শ জাভেদের


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ১০:৫২ এএম
কোহলিকে বাবরের টেকনিক শেখার পরামর্শ জাভেদের

ঢাকাঃ ক্রিকেট বিশ্বের বড় একটি অংশ বিরাট কোহলিকেই সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে দেখে। বাবর আজম সেই তালিকায় ওপরের দিকেই রয়েছেন। তুলনা করার পর্যায়ে নন।

কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ কোহলিকে পরামর্শ দিয়েছেন বাবরের কাছ থেকে শেখার জন্য।

লাগামহীন বক্তব্যের জন্য চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে বরাবরই দুর্নাম আছে আকিব জাভেদের। কোহলি ও বাবর নিজ নিজ দেশের অধিনায়ক।

কিন্তু কোহলিকে বাবরের কাছ থেকে শেখার পরামর্শ কিছুটা বাড়াবাড়িই হয়ে যায়। এমন বাড়াবাড়ির জন্ম দিয়ে অবশ্য আলোচনায় এসেছে পাকিস্তানের সাবেক পেসার জাভেদ।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে জাভেদ বলেছেন, ‘বাবরের চেয়ে কোহলি বেশি ভালো শট খেলতে পারে। তবে একইসাথে তার এমন কিছু এলাকা আছে যেদিকে শট খেলার ক্ষেত্রে দুর্বলতা কাজ করে। অফ স্ট্যাম্পের চারপাশে বল সুইং করলে সে ফাঁদে পড়ে যায়।’

তিনি বলেন, ‘বাবরকে দেখুন, এই রকম কোনো দুর্বলতা নেই। জাভেদ বলেন, এই দুর্বলতা বাবরের নেই। তাকে তুলনা করা যায় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সাথে। শচীনেরও দুর্বলতা ছিল না।’

জাভেদের ভাষায়, ‘বাবর কোহলির ফিটনেস রুটিন অনুসরণ করলে আরও উন্নত খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আর কোহলি যাতে ফাঁদে না পড়ে এজন্য বাবরের টেকনিক দেখে শিখতে পারে।’

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে