Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ডর্টমুন্ডকে হারাল ম্যানচেস্টার সিটি


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ১১:৩২ এএম
ডর্টমুন্ডকে হারাল ম্যানচেস্টার সিটি

ঢাকাঃ মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। জয়সূচক গোলটি করেন ফোডেন।

ঘরের মাঠে শুরু থেকে বল দখলে সিটি এগিয়ে থাকলেও প্রথম সুযোগটি পায় ডর্টমুন্ড। সপ্তম মিনিটে ডি-বক্সে দুরূহ কোণ থেকে জুড বেলিংহামের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক এদেরসন।

শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে দুই লেগেই জোড়া গোল করা আর্লিং হলান্ড প্রথমাংশে ছিলেন নিজের ছায়া হয়ে। দ্বিতীয়াংশের শুরুতে সুযোগ পান তিনি। সতীর্থের থ্র্রু বল পেয়ে এই তরুণ ফরোয়ার্ডের শট দারুণ দক্ষতায় ফেরান এদেরসন।

ডর্টমুন্ড সমতায় ফেরে খেলার ৮৪তম মিনিটে। হল্যান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে এদেরসনকে পরাস্ত করেন রয়েস। জমে ওঠা ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়ের গোলটি করেন ফোডেন।

আগামী বুধবার দল দুটি ফিরতি লেগে আবার মুখোমুখি হবে।

আগামীনিউজ/জনী