Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০, ০২:৪০ পিএম
করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

সংগৃহীত

ঢাকাঃ করোনামুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে করোনামুক্ত হয়েছি। এখন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। দুঃসময়ে যারা প্রার্থনা করেছেন, সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এর আগে ৮ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় এই খবর। এর ফলে পিএসএলে অংশ নিতে পারেননি তিনি। প্লে অফের ম্যাচ খেলতে তামিম ইকবাল যেতে পারলেও রিয়াদকে থাকতে হয়েছে আইসোলেশনে। 

এদিকে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও রিয়াদের খেলা নিয়ে সংশয় জাগলেও এখন অনেকটাই নিশ্চিত। জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন তিনি।

আগামীনিউজ/এএস