Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

আইসিসিতে বড় পদ পেতে যাচ্ছেন সৌরভ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০৪:২৫ পিএম
আইসিসিতে বড় পদ পেতে যাচ্ছেন সৌরভ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন তিনি। রাজ্য ক্রিকেট সংস্থায় সফলতার পর বসেছেন সবচেয়ে প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে। সৌরভ গাঙ্গুলির মুকুটে যুক্ত হতে চলেছে আরেকটি পালক। আইসিসির একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার লিখেছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যানের পদে বসতে চলেছেন সৌরভ।

গত ৩০শে জুন থেকে নেতৃত্বশূন্য আইসিসি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচিত হবেন নতুন আইসিসি প্রধান। একাধিকবার সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, আইসিসির চেয়ারম্যান পদে লড়বেন সৌরভ গাঙ্গুলি। যদিও সেসব খবরের সত্যতা মেলেনি। সৌরভ নিজেও চান না এখনই আইসিসি প্রধানের দায়িত্ব নিতে।

কেননা আইসিসির চেয়ারম্যানের পদ পেতে হলে ছাড়তে হবে ভারতীয় বোর্ড প্রধানের দায়িত্ব। আনন্দবাজার জানিয়েছে, আইসিসির বোর্ড সদস্যরা চাইছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় সৌরভকে যুক্ত করতে। এক প্রভাবশালী আইসিসি কর্মকর্তার বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, ‘সৌরভের মতো একজন আসলে প্রশাসনিকভাবে আরো শক্তিশালী হবে আইসিসি। বিশেষ করে এই করোনা মহামারির কঠিন পরিস্থিতিতে। সৌরভ ডেপুটি চেয়্যারম্যান হলে এই পদটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথের মতো সাবেক তারকাও সৌরভকে আইসিসি চেয়ারম্যান হিসেবে চাইছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার কয়েকমাস আগে মন্তব্য করেছিলেন, আইসিসিকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা সৌরভের রয়েছে। তিনি বলেন, ‘বিসিসিআই সভাপতির মতো কঠিন দায়িত্ব যিনি অনায়াসে সামলাচ্ছেন, কে বলতে পারে ভবিষ্যতে তার হাতেই আইসিসির দায়িত্বভার উঠবে না?’

গাওয়ারের সঙ্গে সুর মিলিয়ে এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বর্তমান ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ বলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে সৌরভের মতো ক্রিকেটার আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিলে আন্তর্জাতিক ক্রিকেট সঠিক পথে এগিয়ে যাবে।’

আগামীনিউজ/এএইচ