Dr. Neem on Daraz
Victory Day

তামিমের অভিযোগের তির কার দিকে?


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১১:৫২ পিএম
তামিমের অভিযোগের তির কার দিকে?

ঢাকাঃ তামিম ইকবালকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচকরা তার চোটের কথা বলেছেন। তবে এই ওপেনার দিয়েছেন ভিন্ন ব্যাখা। তার দাবি, পরিকল্পনা করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। এই ওপেনার কারো নাম সামনে না আনলেও তার অভিযোগ টিম ম্যানেজমেন্টের শীর্ষ এক কর্মকর্তার দিকে।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে হালকা চোট অনুভব করেছিলেন তামিম ইকবাল। বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করে ভিন্ন এক প্রস্তাব দেন তামিমকে।

আজ বুধবার লাইভে এসে সেই বিষয়টি পরিষ্কার করেছেন তামিম। তিনি বলেন, 'বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তাহলে কী কারণে খেলব না? তখন তিনি বললেন, 'আচ্ছা, তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

'স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই।'-যোগ করেন তামিম।
 
টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নেননি তামিম। তিনি বলেন, 'আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে।'
 
এখন প্রশ্ন হলো, তামিমকে ফোন করা বোর্ডের শীর্ষ ওই ব্যক্তি কে? তিনি কি স্বয়ং বোর্ড সভাপতি পাপন নাকি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস? নাকি এ দুজনের বাইরে অন্য কেউ? সাধারণত তামিমের সঙ্গে এ ধরনের কথা-বার্তা এমন ঢঙে বা ভঙ্গিতে বলতে পারেন পাপন কিংবা ইউনুসই- এমনটাই ধারণা গণমাধ্যমকর্মী থেকে নিয়ে ক্রিকেটের খোঁজ-খবর রাখা অনেকের। 

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে