Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই নেতৃত্ব ছেড়েছেন তামিম


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩, ০৯:৩৩ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই নেতৃত্ব ছেড়েছেন তামিম

ফাইল ছবি

ঢাকাঃ তামিম ইকবালের অবসর কাণ্ডের পর পেরিয়ে গিয়েছে প্রায় এক মাস। সিদ্ধান্ত প্রত্যাহার করে ছুটিতে গিয়েছিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান, সেখান থেকে ফিরে এসেছেন দেশসেরা ওপেনার। তবে যাওয়ার আগে তামিম বলেছিলেন, দেশে ফিরেই বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন। গত ৩১ জুলাই দেশে ফেরা তামিম কবে বৈঠকে বসবেন, সেটাই জানা যাচ্ছিল না। অবশেষে গতকাল সে বৈঠক হয়েছে। বিসিবি সভাপতির বাসায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল। সেখানেই তিনি জানিয়েছেন, টাইগারদের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।  

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গতকাল রাত ৮ টায় শুরু হয় বৈঠক। ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ ছাড়া বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত থাকেন। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকের পর তামিম বলেন,  ‘আজকে (কালকে) আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল জালাল ভাই ও পাপন ভাইয়ের সঙ্গে। আমার সবকিছু নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নিজের থেকে ওনাদের বলেছি যে আজ (কাল) থেকে আমি ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

এছাড়া অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নেয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।’

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর খেলায় মনোযোগী হওয়ার কথাও জানান তামিম। সেই সঙ্গে এশিয়া কাপে থাকছেন না তামিম। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মূলত তামিমের ইনজুরির কারণেই এশিয়া কাপের দলে থাকবেন না

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে