Dr. Neem on Daraz
Victory Day

বিপিএলে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০২:৪৭ পিএম
বিপিএলে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস

ঢাকাঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, পারভেজ ইমনদের সঙ্গে রয়েছেন ফাফ দু প্লেসি, মঈন আলী ও সুনীল নারাইনের মতো বিদেশি তারকারা। এত তারকা থাকায় কুমিল্লার নেতৃত্বে কে থাকবে, সেটি নিয়ে আলোচনা ছিল। বুধবার সকালে জানা গেলো, কুমিল্লার অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ম্যানেজমেন্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ ২০১৯ সালের বিপিএলে ইমরুল কায়েসের নেতৃত্বেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ঢাকা ডায়মাইটসকে হারিয়ে শিরোপা জেতে তারা।

২০১৯ বিপিএলে অবশ্য শুরুতেই অধিনায়ক ছিলেন না ইমরুল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ শুরুর ম্যাচগুলোতে টস করতে নেমেছিলেন।

বিপিএলে ইমরুলের পারফরম্যান্সও দুর্দান্ত। গত সাত আসরে ৮১ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১ হাজার ৭৭৪ রান। কোনও সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি আছে আটটি। সর্বশেষ মৌসুমে দারুণ সময় কাটিয়েছিলেন। ১৩ ম্যাচে ৪৯.১১ গড়ে তার রান ছিল ৪৪২। এক আসরেই পেয়েছিলেন চারটি হাফসেঞ্চুরি।

তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে স্মিথ দেশে ফিরে যাওয়ায় নেতৃত্বের গুরুদায়িত্ব বর্তায় ইমরুলের কাঁধে। তার নেতৃত্বে খেলেন তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার।

আগামী ২২ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
ইমরুল কায়েস (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সুনিল নারিন, মঈন আলি, ফাফ ডু প্লেসিস, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরুন ডেলপোর্ট, ওশান থমাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মাহেদি হাসান।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে