Dr. Neem on Daraz
Victory Day

বাঁচা-মরার লড়াইয়ে আজ ওমানের মুখোমুখি বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১০:০৫ এএম
বাঁচা-মরার লড়াইয়ে আজ ওমানের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে আহত টাইগাররা। মাস্কটের আল-আমিরাত স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত আটটায়। জয়ই একমাত্র বিকল্প টাইগারদের সামনে। আর বিকেল চারটায় পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড।

ওমানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছে। সেটি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে। ভারতের ধর্মশালায় হওয়া সে ম্যাচটিতে তামিম ইকবালের অনবদ্য সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ ১৮০ রান করে। তবে বৃষ্টির কারণে ওভার কমিয়ে দিয়ে ১২ ওভারে ওমানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২০। সে ম্যাচটিতে ওমান মাত্র ৬৫ রান করেই গুটিয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ৫৪ রানের বড় ব্যবধানের জয়।

‘বি’ গ্রুপে বাংলাদেশ হলো সবচেয়ে শক্তিশালী দেশ। টাইগাররা সহজেই বাছাইয়ের বাঁধা টপকে যাবে এমনটি মনে করা হলেও তারা স্কটিশদের বিপক্ষে হোঁচট খেয়ে যায়। এখন তাই বাংলাদেশের সুপার টুয়েলভে যাওয়ার ব্যপারটি একটু জটিল হয়ে গেছে।

সবার আগে আজ বাংলাদেশকে ওমানের বিপক্ষে জয় তুলে নিতে হবে। এরপর আসবে পরিসংখ্যানের ব্যাপার। আজই বিকাল ৪টায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলতে নামবে স্কটল্যান্ড। যদি স্কটিশরা পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নেয় তাহলে তারা সুপার টুয়েলভের পথে তারা সবার চেয়ে এগিয়ে যাবে।

আগামী ২১ অক্টোবর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। অপরদিকে ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এদিন বাংলাদেশ নিউগিনির বিপক্ষে জয় পেলে আর স্কটল্যান্ড ওমানকে হারিয়ে দিলে সুপার টুয়েলভে যাবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এজন্য আজ বাংলাদেশের সমর্থকরা টাইগারদেরও সমর্থন করবে আবার চাইবে যেন স্কটল্যান্ড পাপুয়া নিউগিনিকে হারিয়ে দেয়।

এখন স্কটল্যান্ড যদি পাপুয়া নিউগিনির বিপক্ষে হেরে যায় আবার শেষ ম্যাচে ওমানের বিপক্ষেও হেরে যায় তাহলে তাদের বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু স্কটল্যান্ড যদি শেষ ম্যাচে আবার ওমানকে হারিয়ে দেয় তাহলেও কোনো সমস্যা হবে না।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে