Dr. Neem on Daraz
Victory Day

ক্রিকেটে থাকছে না ‘ব্যাটসম্যান‘


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০১:৫০ পিএম
ক্রিকেটে থাকছে না ‘ব্যাটসম্যান‘

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ক্রিকেট থেকে উঠে যাচ্ছে ব্যাটসম্যান শব্দটি। এখন থেকে তার পরিবর্তে ব্যবহৃত হবে ‘ব্যাটার’

বৃহস্পতিবার এক সভায় এ সিদ্ধান্ত নেয় ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে ব্যাটসম্যান নয়, ডাকা হবে ব্যাটার বলে।

লিঙ্গ বৈষম্য দূর করতে ক্রিকেট থেকে ব্যাটসম্যান শব্দ থেকে ‘ম্যান’-এর পরিবর্তে লিঙ্গ নিরপেক্ষ কিছু ব্যবহারের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে তা পূরণ হলো।

২০১৭ সালে আইসিসি ও ‘মেয়েদের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের’ সঙ্গে আলোচনার পর মেয়েদের ক্রিকেটেও ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল এমসিসি। তবে এখন থেকে ছেলে ও মেয়ে উভয়ের জন্য ই ব্যবহৃত হবে ‘ব্যাটার’ শব্দটি। এরই মাঝে ডিজিটাল প্ল্যাটফর্মে এসব পরিবর্তন এনেছে আইসিসি। ছাপানো কাগজেও ক্রিকেটের আইনের পরবর্তী সংস্করণে আসবে এ পরিবর্তন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে