Dr. Neem on Daraz
Victory Day

২ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:১৬ পিএম
২ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ টাইগারদের সিরিজ জয়ের মিশন আজ। ১২৯ রানে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। এমন সহজ সমীকরণ সামনে রেখে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৩ রান করা বাংলাদেশ এরপর ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায়। 

ইনিংসের তৃতীয় ওভারেই বিপদে পড়েন ওপেনার লিটন দাস। ২.৫ ওভারে দলীয় ২৩ রানে কলিন ম্যাককলিনসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ওপেনার।

ঠিক পরের ওভারে এজাজ প্যাটেলের বলে ক্যাচ আউটে ফেরে যান মেহিদ হাসান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই এজাজ প্যাটেলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব আল হাসানও। এতে ৩.৫ ওভারে ২৫ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

অন্যদিকে প্রতিপক্ষের দুর্বলতার কথা মাথায় রেখে বরাবরের মতো স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

করোনা নেগেটিভ হয়ে দলে ফেরা ওপেনার ফিন অ্যালেন শুরু থেকেই মারমুখী ভূমিকা পালন করেন। প্রথম ওভারেই মেহেদিকে দুই বাউন্ডারিতে ১১ রান তুলে নেন এই ওপেনার।

কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই ১০ বলে ৩ চারে ১৫ রান করা বিপজ্জনক এই ব্যাটসম্যানকে মাহমুদউল্লাহ নিকট ক্যাচ দিয়ে আউট করেন মোস্তাফিজুর রহমান। 

এরপর জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেসারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ২০ বলে ৩ চারে ২০ রান করা উইল ইয়াং। ওই ওভারের শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোম (০)।  এরপর আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারে রাচিন রবিন্দ্রকে ফেরান অধিনায়ক মাহমুদউল্লাহ। এরপর ১১তম ওভারে কিউই অধিনায়ক ল্যাথামকে কট অ্যান্ড বোল্ড করেন মেহেদী হাসান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে