Dr. Neem on Daraz
Victory Day

শর্ত শিথিল করলে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে সমস্যা নেই: বিসিবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৯:৫৫ পিএম
শর্ত শিথিল করলে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে সমস্যা নেই: বিসিবি

ছবি সংগৃহীত

ঢাকাঃ শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের অনুশীলন যখন আরও বেগবান হয়ে উঠছিল তখনই ‘বিনা মেঘে বজ্রপাত’! করোনাভাইরাস ইস্যুতে দ্বীপ দেশটির ক্রিকেট বোর্ডের নানান জটিল শর্তের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে সিরিজটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনে করছে লঙ্কান বোর্ডের শর্ত এতোটাই কঠিন যে সেসব মেনে সিরিজ খেলা ‘সম্ভব নয়’। শ্রীলঙ্কাকে বিষয়টি জানিয়েও দিয়েছে বিসিবি।

তবে এখনো পর্যন্ত শ্রীলঙ্কার কাছ থেকে কোনো জবাব না পেলেও দ্বীপ দেশটিতে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি আরো জানিয়ে দিয়েছেন, লঙ্কানদের জবাবের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে বসে থাকবে না বোর্ড। তবে নাজমুল হাসান পাপনের ওই মন্তব্যের পর দুই দিন পার হয়ে গেলেও শ্রীলঙ্কা এখনো কোনো জবাব দেয়নি বিসিবিকে। এতে এই সফরটি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী  বলেছেন, ‘আমরা এখনো ইতিবাচক জবাবের জন্য অপেক্ষা করছি। তারা যদি তাদের শর্তগুলো শিথিল করে তাহলে সিরিজ খেলতে কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এখনো আমাদের কিছু জানায়নি। তাদের মনে কি আছে তা আমরা এখনো বুঝতে পারছি না। তবে আমরা যথেষ্ট ইতিবাচক।’

এদিকে সফরটি অনিশ্চিত হয়ে পড়ায় কিছুটা বিপাকে পড়ে গেছে বিসিবির মেডিকেল কমিটি। সফরের আগে ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ডাক্তার সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তত আরো তিনটি করোনা পরীক্ষা করাতে হবে। আগামীকাল (১৭ সেপ্টেম্বর) সব ক্রিকেটাররা আবারো বাড়িতে যাবেন। আর বিদেশি স্টাফরা হোটেলে কোভিড-১৯ পরীক্ষা করাবেন।

জাতীয় দলের অফিসিয়াল প্রস্তুতির এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। এতে বলা হচ্ছে, শুধুমাত্র নেগেটিভ রিপোর্টধারীরা জাতীয় দল অবস্থান করা হোটেলে উঠতে পারবে। আগামী(২১ সেপ্টেম্বর) শুরু হবে অনুশীলন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সবকিছু।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা ক্রিকেট অপারেশন্স এর দিকে তাকিয়ে আছি। তারা যদি দল ঘোষণা করেন তাহলে আমরা সেই তালিকা ধরে তাদের বাসার ঠিকানা দেব যাতে বিশেষজ্ঞরা তাদের করোনা পরীক্ষা করাতে পারেন। আসলে ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফরা ঝুঁকিতে আছেন কিনা জানতে শ্রীলঙ্কা সফরের আগে তিন ধাপের করোনা পরীক্ষা করতে হবে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে