Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

ইংল্যান্ডের কাছে পাকিস্তানের আবদার


আগামী নিউজ | খেলা প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ১২:৫৭ পিএম
ইংল্যান্ডের কাছে পাকিস্তানের আবদার

৩৫ সদস্যের পাকিস্তান ক্রিকেট দল টেস্ট সিরিজ খেলতে গত মাসের ২৮ তারিখেই ইংল্যান্ডে গেছে।

তারা এই সফর স্থগিত করেনি স্কোয়াডের ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরও।

সব কিছু ঠিক থাকলে আগামী ৫ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ।

তবে সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের কাছে অন্যরকম এক আবদার করল পাকিস্তান।

সেটি হলো, পাকিস্তান যেভাবে এমন করোনা পরিস্থিতিতেও ইংল্যান্ড সফরে এসেছে, স্কোয়াডের ১০ সদস্য মহামারীতে আক্রান্ত হলেও পিছপা হয়নি। ঠিক তেমনি শত প্রতিকূল পরিস্থিতিতেও ২০২২ সালে ইংল্যান্ড দল যেন পাকিস্তানে আসে।

এক অডিওবার্তায় পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বৃহস্পতিবার জানান, ২০২২ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরের বিষয়টা এখনও পর্যন্ত ভালো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু এই মুহূর্তেই এ নিয়ে ইংল্যান্ডের ওপর আমরা কোনো শর্ত আরোপ করতে চাই না । তবে আমরা আশাবাদী ইসিবি সঠিক সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, ২০০৫ সালের আর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে ২০২২ সালে পাকিস্তানে সফরের কথা রয়েছে ইংল্যান্ডের। ইংল্যান্ড রাজি থাকলে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশরা।

 

আগামীনিউজ/এএস

Dr. Neem