Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে: ওয়ার্নার


আগামী নিউজ | খেলা প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২০, ১০:১৫ এএম
ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে: ওয়ার্নার

করোনা সংক্রমণ ও তার জেরে নিভৃতবাস-সহ নানাবিধ কারণে ভবিষ্যৎ নিয়ে  চিন্তাভাবনা করতে পারেন বলে আভাস দিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
 

স্ত্রী ক্যান্ডিস ও তিন কন্যার বাবা ৩৩ বছরের এই ক্রিকেটার মনে করেন পরিবার ছেড়ে দীর্ঘদিন ঘরের বাইরে থাকা সহজ কাজ নয়। ওয়ার্নারের কথায়, ‍‘‍‘আমার ক্রিকেটার জীবনে তিন মেয়ে ও স্ত্রী একটা বড় অংশ জুড়ে রয়েছে। সবার আগে পরিবার। তার সঙ্গে ক্রিকেট ও সাম্প্রতিক পরিস্থিতি দেখার পরে ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।’’ যোগ করেছেন, ‍‘‍‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর হবে না। আগামী বছর ভারতে বিশ্বকাপে যেতে পারব কি না তা নিয়ে পুনর্বিবেচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‍‘‍‘মেয়েদের স্কুল রয়েছে। আমার সিদ্ধান্তের সঙ্গে সব কিছু জড়িয়ে। এটা শুধু ক্রিকেটীয় ব্যাপার নয়।  পারিবারিক সিদ্ধান্তও রয়েছে।’

 

আগামীনিউজ/এএস

Dr. Neem