Agaminews
Dr. Neem Hakim

লাভ ইউ জাহানারা, মাই ক্রাশ!


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২০, ১১:২৮ এএম
লাভ ইউ জাহানারা, মাই ক্রাশ!

ছবি সংগৃহীত

ঢাকা: যেখানে বাকি সতীর্থদের খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে শতভাগ সক্রিয় জাতীয় নারী দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। ফেইসবুকের সঙ্গে তার মেলবন্ধনটা দারুণ। নিয়মিত ছবি শেয়ার, স্ট্যাটাস থেকে শুরু করে ফেইসবুক লাইভেও দেখা যায় এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলারকে। 

এদিকে, সোমবার (২৫ মে) ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন জাহানারা। এসময় তিনি ভক্তদের নানা প্রশ্নের বা মন্তব্যের জবাব দিয়েছেন। এসময় বেশ কিছু বিব্রতকর মন্তব্যের মুখোমুখিও হতে হয় তাকে।

একজন যেমন বলে বসেন, ‘লাভ ইউ জাহানারা, মাই ক্রাশ!’ নিজের ফেইসবুক থেকে করা লাইভে জাহানারা এই মন্তব্যের উত্তর দিয়েছেন।

এই অলরাউন্ডার বলেন, ‘ধন্যবাদ আপনাকে। আমার আসলে ধারণা ছিল না মেয়েরাও ছেলেদের ক্রাশ হতে পারে। এবং সে যদি স্পোর্টসপার্সন হয়।’

‘কারণ আমরা সাধারণত দেখি মেয়েরা ছেলে খেলোয়াড়দের ক্রাশ মনে করে। যারা হিরোইন, মডেল- তাদের ওপর আমরা ক্রাশ খাই। যাহোক, এটা অবশ্যই আমার অনেক বড় প্রাপ্তি, বড় পাওয়া। আমি সন্তুষ্ট।’

আগামীনিউজ/মিজান 

Dr. Neem